মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ

Board of Intermediate and Secondary Education, Mymensingh

Latest News

  • " মডেল এন্ড নাইস ইন্টারন্যাশনাল স্কুল" ময়মনসিংহ এর বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান প্রসঙ্গে। – বিস্তারিত
  • "চেচুয়া ল্যাবরেটরী জুনিয়র স্কুল " ময়মনসিংহ এর বিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদান প্রসঙ্গে। – বিস্তারিত
  • ফুলবাড়ীয়া শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজ এর নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতিন প্রসঙ্গে – বিস্তারিত
  • নিম্ন মাধ্যমিক ( জেএসসি ) ও মাধ্যমিক ( এসএসসি ) পর্যায়ে নতুন পাঠদানের অনুমিতপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের কেন্দ্র অন্তর্ভুক্তি সংক্রান্ত। – বিস্তারিত
  • ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষগণের সুপারিশের ভিত্তিতে ভর্তি বাতিল প্রসঙ্গে। – বিস্তারিত
বোর্ডে বিভিন্ন সেবা প্রদানের কথা বলে সেবাগ্রহীতার নিকট থেকে প্রতারকচক্র কর্মকর্তাদের ( বিশেষ করে সম্মানিত বিদ্যালয় পরিদর্শকের ) নাম বলে ফোনে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে । বোর্ডের এ সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য নগদ অর্থ গ্রহণ করা হয় না, শুধুমাত্র সোনালী সেবার মাধ্যমে অনলাইন-এ ফি গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সকলকে নগদ অর্থ লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলো।

বিদেশগামী শিক্ষার্থীদের ডকুমেন্ট সত্যয়ন

Social Communication

জরুরী হটলাইন

Helpline

  • Board Helpline
    01959596218
  • Sonali Bank Helpline
    01324433909, 01324433910
  • Sonali Bank E-mail
    mymensingh.board@sonalibank.com.bd

 

প্রফেসর মোঃ আবু তাহের

চেয়ারম্যান 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ।


শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতি কখনোই উন্নয়নের দ্বারপ্রান্তে পৌছাঁতে পারেনা। অন্ধকার সমাজকে আলোর পথে নিয়ে আসতে প্রফেসর মোঃ আবু তাহের শিক্ষকতার মতো মহান পেশায় ব্রত হন। তিনি বলেন, শিক্ষকতা পেশা নয় সেবা হিসেবে গ্রহণ করেছি। শিক্ষার আলো জালিয়ে একটি জাতিকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় তবেই শিক্ষকতার জীবনের স্বার্থকতা। তিনি বলেন, আমি নিজেকে গৌরবাম্বিত বোধ করি। যখন দেখি আমার ছাত্ররা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় নৈতিকতার সাথে দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে যেতে ভূমিকা রাখছে। এই মানুষ গড়ার কারিগর প্রফেসর মোঃ আবু তাহের নেত্রকোনা জেলায় কেন্দুয়া উপজেলার সিংহের গাঁও গ্রামে ৪ অক্টোবর ১৯৬৬ খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ কাছুম আলী একজন মধ্যবিত্ত কুষক। কৃষি কাজের পাশাপাশি ব্যবসার সাথেও জড়িত ছিলেন। মাতা ফয়জুন নেছা একজন গৃহিনী। পিতা মাতার চার সন্তানের মধ্য তিনি সবার ছোট।

গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা প্রফেসর মোঃ আবু তাহের এর প্রাথমিক শিক্ষার হাতে খড়ি সিংহের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৮২ খ্রিস্টাব্দে আশুজিয়া জে,এন,সি ইন্সটিটিউট হতে মাধ্যমিক পাশ করেন। ১৯৮৪ খ্রিস্টাব্দে নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় অধীনে আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ হতে ১৯৮৭ সালে ইতিহাস বিষয়ে স্নাতক ও ১৯৮৭ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

  প্রফেসর মোঃ আবু তাহের ১৯৯৩ সালে ১৪তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তারঁ কর্মস্থল ছিল ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি কলেজ। তিনি ২০০১ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, নেত্রকোনা এবং বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০০৯ সালে হতে ২০১৬ সালের ৬ অক্টোবর পর্যন্ত মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, ৭ অক্টোবর ২০১৬ থেকে ১৫ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত কুমুদিনী সরকারি কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৬ ডিসেম্বর ২০১৬ সাল হতে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিনি নেত্রকোনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে জানুয়ারি থেতে ২০২০ পর্যন্ত মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, ২০২০ সালের ফেব্রুয়ারির ১৯ তারিখ হতে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়ে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকর্মী ও ছাত্রছাত্রীদের নিকট তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ প্রফেসর মোঃ আবু তাহের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। নিজ উপজেলায় বড় বোনের নামে প্রতিষ্ঠিত জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালনা পর্ষদের সদস্য তিনি। নেত্রকোনা অফির্সাস এসোসিয়েশন ময়মনসিংহ (নোয়াম) এর বর্তমার সভাপতি। মুসলিম ইন্সটিটিউট, ময়মনসিংহ আজীবন সদস্য। ময়মনসিংহস্থ নেত্রকোণা সমিতির উপদেষ্টা এবং  আনন্দ মোহন কলেজ ইতিহাস বিভাগের এলামনাই-এর যুগ্ম আহবায়ক।  এছাড়া তিনি  আনন্দ মোহন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন  Ex AMC এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  

মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নটিংহাম বিশ^বিদ্যালয় হতে লিডার শিপ ট্রেনিং সম্পন্ন করেন। এছাড়া কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে নায়েম, জাতীয় বিশ^বিদ্যালয়, এনসিটিবি, মাউশি থেকে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

১৯৯০ সালে আছমা বেগমের সাথে শুভ পরিনয় সূত্রে আবদ্ধ হন। ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী সহধর্মিনী আছমা বেগম ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন কেওয়াটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। 

তিনি এক মেয়ে ও এক ছেলের আদর্শ জনক। মেয়ে ডাঃ তাসনিমা তারিন নগর মাতৃসদন, ময়মনসিংহে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। ছেলে তানভীর আহমেদ আবির অষ্ট্রেলিয়ার পার্থে মারডফ ইউনিভার্সিটি থেকে আইটি বিষয়ে মাষ্টার্সে অধ্যয়নরত। 

তিনি মনে করেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই শিক্ষার্থীরা মানবিক  মানুষ হয়ে উন্নত দেশ গড়তে ভূমিকা রাখবে।